টুঙ্গিপাড়া এক্সপ্রেস
টুঙ্গিপাড়া এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৮৩-৭৮৪)
ট্রেনটি রাজশাহী থেকে গোবরা এর মধ্যে চলচলকারি একটি আন্তঃনগর ট্রেন।
১ নভেম্বর ২০১৮ সালে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে এবং এখন ও ট্রেনটি নিরলস ভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে ।
ট্রেনটি সকাল ৬:২০ এ গোবরা থেকে রাজশাহীর উদেশ্যে যাত্রা শুরু করে,
রাজশাহী পৌছায় দুপুর ০১:১০ এ ।
আবার রাজশাহী থেকে গোবরার উদ্যেশে যাত্রা শুরু করে দুপুর ০৩:৩০ এ এবং গোবরা পৌছায় রাত ১০:২৫ এ।
গোবরা থেকে রাজশাহী ট্রেনটি মোট ২৫৬ কিলোমিটার পথ অতিক্রম করে।
যাত্রার গড় সময় প্রায় ৬ ঘন্টা ৪৫ মিনিট।
ট্রেনে রয়েছে শোভন এবং শোভন চেয়ার শ্রেনির সিট।
এবং যাত্রা কালে খাবার এর জন্য ট্রেনে একটি খাবার গাড়ি সংযুক্ত আছে।
ট্রেনটি যাত্রা কালে পোড়াদহ্ জংশন এসে রেক রিভার্স করে
এবং শতবর্ষি হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করে।
"নিচের সময়সূচি তে শুধু মাত্র স্টেশন ছারার সময় দেওয়া হয়েছে"
| গোবরা-রাজশাহী | রাজশাহী-গোবরা | ||
|---|---|---|---|
| স্টেশন | সময় | স্টেশন | সময় |
| গোবরা | ৬:৩০ | রাজশাহী | ০৩:৩০ |
| বোরাশী | ০৬:৪১ | ঈশ্বরদী | ০৪:৪০ |
| গোপালগঞ্জ | ০৬:৫৩ | ভেড়ামারা | ০৫:০৪ |
| চন্দ্র দীঘলিয়া | ০৭:০৭ | পোড়াদহ্ | ০৬:০০ |
| ছোটো বহিরবাগ | ০৭:২০ | কুষ্টিয়া কোর্ট | ০৬:১৭ |
| চাপতা | ০৭:৩৩ | কুমারখালি | ০৬:৩৮ |
| কাশিয়ানি | ০৭:৪৮ | খোকশা | <০৬:৫০ |
| বোয়ালমারি বাজার | ০৮:১০ | পাংশা | <০৭:০৬ |
| মধুখালি | ০৮:৩২ | কালুখালি | <০৭:১৮ |
| বহরপুর | ০৮:৫২ | বহরপুর | ০৭:৩৪ |
| কালুখালি | ০৯:১০ | মধুখালি | ০৭:৫৮ |
| পাংশা | ০৯:২১ | বোয়ালমারি বাজার | <০৮:২১ |
| খোকশা | ০৯:৩৬ | কাশিয়ানি | ০৮:৫৫ |
| কুমারখালি | ০৯:৪৬ | চাপতা | ০৯:০৭ |
| কুষ্টিয়া কোর্ট | ১০:০৬ | ছোটো বহিরবাগ | ০৯:২০ |
| পোড়াদহ্ | ১০:৪৫ | চন্দ্রা দিঘালিয়া | ০৯:৩৩ |
| ভেড়ামারা | ১১:১২ | গোপালগঞ্জ | ০৯:৫৫ |
| ঈশ্বরদী | ১২:০০ | বোরাশি | ১০:০৬ |
| রাজশাহী | ০১:১০ | গোবরা | ১০:২৫ |